নাটেশ্বার ইউনিয়ন এর সংক্ষিপ্ত ইতিহাস
নাটেশ্বর ইউনিয়নের নাম করণের ইতিহাস সম্পর্কে সঠিকভাবে জানা যায়নি। জনশ্রতি মতে জানা যায়, নাটেশ্বর ইউনিয়ন একসময় হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। মুসলমান ছিল হাতে গোনা গুটি কয়েক ব্যাক্তি। নাটেশ্বর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রতিনিয়ত নাটক করে এলাকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের লোকজনকে সবসময় আনন্দ-উল্লাসে রাখতো। প্রতিনিয়ত নাটক করে অত্র ইউনিয়নকে নাটকের শহরে পরিনত করে। এ কারনে অত্র ইউনিয়নের নামকরণ করা হয় নাটেশ্বর।
অন্যভাবে জনশ্রুতি আছে, একসময় চিতোশীর জমিদার নাটেশ্বর রায়ের এ অঞ্চলে আগমন ঘটে। তার এই আগমনের পর হতে উক্ত এলাকার নাম নাটেশ্বর নামকরণ করা হয়।
নাটেশ্বর ইউনিয়নের ৫টি ওয়ার্ডে নাটেশ্বর গ্রাম বিস্তৃত। নাটেশ্বর গ্রামের নামানুসারে ইউনিয়নের নাম করণ করা হয় নাটেশ্বর। উক্ত নাটেশ্বর ইউনিয়ন বোর্ড ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস